বউকে আদর করার পদ্ধতি
স্ত্রীকে বা বউকে আদর করার প্রথম শর্ত হলো ভালোবাসা, যদি তাকে ঠিকমতো ভালোবাসেন তাহলে দাম্পত্য জীবন হবে সুখের, মধুর ও আনন্দের। আর যদি ভালোই ভাসতে না পারেন তাহলে স্ত্রীকে আদর করার নিয়ম জেনেও কোন কাজে আসবে না।
১. প্রতিদিন ছোট ছন্দে ‘বিনম্র প্রশংসা’
“তোমার হাসি ভীষণ দারুণ” বা “তোমার কথায় মনটা শান্ত হয়”—এ ধরনের নির্দিষ্ট কমপ্লিমেন্ট ওর আত্মবিশ্বাস বাড়াবে
২. স্ত্রীর ল্যাংগুয়েজ বুঝুন ও ব্যবহার করুন
Gary Chapman-এর “The 5 Love Languages” অনুযায়ী—প্রশংসা, সময়, স্পর্শ, সেবা, উপহার—যে ভাষায় বেশি গ্রহণ করেন, সেটাতেই আদর করুন
৩. গুণগত সময় (Quality Time)
ফোন বন্ধ রেখে একসঙ্গে হাঁটা, সিনেমা দেখা, স্মৃতি যাচাই—এসব ঐ মুহূর্ত ওদের কাছে অনেক মূল্যবান ।