স্বামীকে আদর করার নিয়ম

স্বামীকে আদর করার নিয়ম




জামাইকে আদর করার নিয়ম বলতে সাধারণত বোঝায় স্ত্রীকে স্বামীর প্রতি স্নেহ ও ভালোবাসা প্রকাশ করা। এর মধ্যে থাকতে পারে শারীরিক ও মানসিক উভয় প্রকার আদর। শারীরিক আদর মানে হলো ভালোবাসার প্রকাশ, যেমন- আলিঙ্গন, চুম্বন, কিংবা স্পর্শ করা। মানসিক আদর বলতে বোঝায় স্বামীর প্রতি মনোযোগ দেওয়া, তার কথা মনোযোগ দিয়ে শোনা, প্রশংসা করা, এবং তার ভালো কাজের স্বীকৃতি দেওয়া।

স্বামীকে আদর করার নিয়ম

Post a Comment (0)
Previous Post Next Post